প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 19, 2025 ইং
হঠাৎ রাসেল গার্মেন্টস বন্ধের প্রতিবাদে, গার্মেন্টস শ্রমিক বিক্ষোভ।

রিমা, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,
১৮ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার , প্রতিদিনের মতো রাসেল গার্মেন্টস শ্রমিকরা কাজের যোগদানের জন্য গেলে, গার্মেন্টস কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য গার্মেন্টস বন্ধ হয়ে গেছে বলে জানান,
তার এই তারাই ধারাবাহিকতায় উক্ত গার্মেন্টস শ্রমিকরা, তাৎক্ষণিক গার্মেন্টস এর সামনে আন্দোলন করতে থাকেন,
পরবর্তীতে জানা যায়, রাসেল গার্মেন্টসের জিএম, গার্মেন্টসের নারী শ্রমিকদের সাথে অশ্লীল ভাষা ব্যবহার করেন, এবং নারীর শ্রমিকদের শরীরে হাত পর্যন্ত দেন বলে নারী শ্রমিকরা জানান, তাহার প্রতিবাদ করায়, রাসেল গার্মেন্টসের জিএম অনির্দিষ্টকালের জন্য গার্মেন্টস বন্ধ করে দেন,
পরবর্তীতে গার্মেন্টস শ্রমিকদের পক্ষ থেকে, নারায়ণগঞ্জ মডেল থানার অফিসার্স ইনচার্জ এর সাথে উক্ত বিষয়ে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন ও প্রতিষ্ঠানে জিএম এর অপসারণের দাবি জানাচ্ছেন গার্মেন্টস শ্রমিক কর্মচারীবৃন্দ।
গার্মেন্টস শ্রমিকের অভিযোগ, তাহারা দুর্বল ও অসহায় হওয়ায় তাদের পক্ষে কোন সংস্থা কাজ করছেন না,
তাই অতি অবিলম্বে, রাসেলের গার্মেন্টসের জিএম এর অপসারণ ও পুনরায় গার্মেন্টস চালু করার দাবী জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24